| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
জ্বী আলহামদুলিল্লাহ। |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) |
আলহামদুলিল্লাহ ছোট বেলা থেকেই সলাত পড়া হতো তবে অনিয়মিত ছিলাম।২০২০ সালের শেষের দিক থেকে নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ। |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
জ্বী,আলহামদুলিল্লাহ। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
আলহামদুলিল্লাহ পারি,তবে এখনো বেশ কিছু ভুল ধরা পড়ে।দ্বীনে ফেরার শুরুতে প্রাথমিকভাবে একজন পরিচিত বোনের কাছে শিখেছিলাম।এখন আরো শুদ্ধ করার নিয়্যাতে এডভান্স তাজউইদ নিয়ে পড়াশোনা করছি আলহামদুলিল্লাহ। |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
কালো বোরকা,জিলবাব,চোখ ঢাকা নিকাব,হাত ও পা মোজা আলহামদুলিল্লাহ। |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) |
ইসলামি খিলাফাহ। |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
না আলহামদুলিল্লাহ। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) |
কোল্ড এন্ড ডাস্ট এলার্জি। |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) |
না।তবে আমার আব্বু ২০০২ সালে আমাদের গ্রামে একটি নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সেখানে জায়গা- জমি ও আর্থিক সহায়তা দিয়ে সব সময় পাশে ছিলেন। আব্বু সেখানের প্রতিষ্ঠাতা ও আজীবন সভাপতি পদে বহাল ছিলেন এবং গ্রামের মানুষ সামাজিক ভাবে অত্র মাদ্রাসাটি পরিচালনা করতেন। বর্তমানে আব্বুর দায়িত্ব আমার ভাই পালন করছেন মা শা আল্লহ। মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ৩০০ এর অধিক মাশাআল্লাহ,লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ। |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) |
জ্বী না। |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) |
মৃত ব্যক্তির জন্য দুয়া করা যাবে, তার নিকট কিছু চাওয়া শির্ক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) |
জীবন যদি হতো নারী সাহাবিদের মতো,পরানবন্দী,সীরাতে খতামুল আম্বিয়া। |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) |
জুবায়ের ওস্তাদ(হাফি.),হারুন ইযহার(হাফি.),মুফতি আবু ইমরান(হাফি.)। |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
আপাতোত উল্লেখ করার মতো তেমন কিছু নেই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
বিসমিল্লাহির রহমানির রহিম।রব্বের অশেষ মেহেরবানি তে যখন দ্বীনের বুঝ একটু একটু পেতে শুরু করি তখন থেকেই মূলত দ্বীন নিয়ে পড়াশোনা করতে চাইতাম।এরই সুবাদে IIUC তে ভর্তি হওয়া।এরপর বাস্তবতা এবং সহশিক্ষা মিলেই এই পড়াশোনা কন্টিনিউ না করার সিদ্ধান্ত নেই আলহামদুলিল্লাহ।আমি আমার পড়াশোনা ছাড়ার বিষয়টি পরিষ্কার করতে চাই ইন শা আল্লহ।এর কারণ হলো সহশিক্ষা সম্পর্কে বুঝ আছে এমন অনেকেই IIUC তে শারইয়াহ ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা ছাড়ার ব্যাপারটা বুঝে উঠতে পারেন না।
প্রথমত,প্রথমস্তরের পর্দা এবং রুখসতি আমল কিংবা আযমতি আমল এ বিষয়গুলো সম্পর্কে আমার পরিপূর্ণ ইলম ছিল না।যখন পর্দার প্রথম স্তর সম্পর্কে আমি অবগত হই এবং সহশিক্ষা নিয়ে পরিষ্কার ধারণা পাই,তখন থেকেই প্রথম স্তরের পর্দায় আগ্রহ এবং সহশিক্ষায় অনাগ্রহী হয়ে উঠি।বর্তমানে আমি পর্দার আড়ালে অর্থাৎ প্রথম স্তরের পর্দা পালনের সর্বোচ্চ চেষ্টা করছি।নিঃসন্দেহে আমি অগ্রবর্তীদের অন্তর্ভুক্ত হতে চাই ইন শা আল্লহ।
[وَالسَّابِقُونَ السَّابِقُونَ]
- আর অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।
দ্বিতীয়ত,আমার ভার্সিটি সফর দূরত্বে ছিল না।তবে যেহেতু বর্তমান ফেতনার জামানায় মাহরাম ছাড়া যেকোনো দূরত্বে-ই সফর করতে নিরুৎসাহিত করা হয় তাই ব্যক্তিগতভাবে আমার একা বের হওয়া একদমই পছন্দ না।একা বের হলে রিক্সাচালক,ট্যাক্সিচালক অন্যান্য কিছু প্রয়োজন হলে দোকানীদের সাথে কথা বলার প্রয়োজন পড়ে যেখানে কন্ঠের পর্দা রক্ষা করা সম্ভব হয় না।
তৃতীয়ত,বাহ্যিকভাবে ভার্সিটি তে অর্থাৎ IIUC তে নারী-পুরুষের আলাদা পড়ার ব্যবস্হা থাকলেও পুরুষ ওস্তায রয়েছেন।যেখানে ওস্তায এবং ত্বলিবাহদের মাঝে কোনো পর্দা থাকে না অর্থাৎ সরাসরি ইন্ট্রারেকশনের মাধ্যমে পড়াশোনা করা হয়।যা মূলত সহশিক্ষারই অন্তর্ভুক্ত।
চতুর্থত,ব্যক্তিগতভাবে ভার্সিটির কারিকুলামে বেশ কিছু অসংগতি আমার নজরে এসেছে।
এছাড়া এটি ফারজে কিফায়ার ইলম।যখন প্রতিনিয়ত আমাকে ৬ টা থেকে ২ টা অব্দি ভার্সিটি তে থাকতে হতো তখন আমার ফরজ স্বলাতে এবং ফারজ ইলম চর্চাতেও গাফেলতি আসতো।পাশাপাশি,আম্মু(হাফি.) এবং পরিবারের হক যথাযথভাবে আদায় করা সম্ভব হয়ে উঠতো না।এখন অনলাইনে যথেষ্ট হক্কানি প্রতিষ্ঠান রয়েছে,যেখানে পরিপূর্ণ পর্দা রক্ষা করে ইলমান নাফিয়ান হাসিলের সুযোগ রয়েছে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা ‘আল-হাকিম’ ওনার প্রজ্ঞামোতাবেক-ই আমি আমার পরবর্তী জীবন পরিচালনা করতে চাই ইন শা আল্লহ।
আমি সহজ-সরল জীবনযাপন করতে পছন্দ করি। বিলাশিতা কিংবা চাকচিক্যময় সবকিছুই অপছন্দ।নিরব,গোছানো এবং পরিচ্ছন্ন পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি।দ্বীন নিয়ে পড়াশোনা করতে ভালো লাগে,রব্বের কাছে ফিরে যাওয়ার আগ অব্দি ইলমের পিছে মেহনত করতে চাই ইন শা আল্লহ।তাই যিনি আমার দায়িত্ব নিতে ইচ্ছুক তিনি আমাকে এই সুযোগ করে দেবেন কিংবা নিজেই এর দায়িত্ব নেবেন এমনটা আশা রাখি ইন শা আল্লহ।আমি সর্বদা মানুষের ও রব্বের হক আদায়ে সচেষ্ট থাকতে চাই।সন্তানদের এমন তারবিয়াহ দিতে চাই যেনো তারা উম্মাহর খিদমাতে নিজেদের শামিল করতে পারেন,ইন শা আল্লহ।আমার উদ্দেশ্য একটি উত্তম ইসলামি চেতনার সুন্নায় ঘেরা আদর্শ পরিবার গঠন করা।যেখানে আমার মাহরাম হবেন কঠোর গায়রতওয়ালা।আমার সন্তানেরা সবসময় আজিমত পালনে প্রতিযোগিতা করবেন,তারা জীবনের সর্বক্ষেত্রে সর্বদা যুহদ লালনের চেষ্টা করবেন,তারা হবেন রসূলের ﷺ রেখে যাওয়া মীরাসের ধারক ও বাহক ইন শা আল্লাহ।তারা হবেন উম্মাহর প্রতি দায়িত্বশীল,উম্মাহর প্রয়োজনে রব্ব যেন তাদেরকে উত্তমভাবে কবুল করেন।ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। IIUC তে পড়াকালীন সময়ে যেহেতু একটা নির্দিষ্ট কারিকুলাম অনুযায়ী পড়তে হতো তাই নিজ থেকে দ্বীন নিয়ে পড়াশোনা করার সুযোগ হয়ে উঠতো না। ইলমের দিক থেকে আমি একদমই প্রাথমিক পর্যায়ে। আমি প্রতিনিয়ত নিজের ইলমের পরিধি বৃদ্ধির চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতেও এই চেষ্টা জারি রেখে নিজের অর্ধেক দ্বীনকে সঙ্গী করে ইলম ও আমলের ব্যাপারে আরো অগ্রসর হতে চাই ইন শা আল্লহ। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
প্রযোজ্য নয় |
| কোন মাজহাব অনুসরণ করেন? |
হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) |
চেষ্টা করি |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
আমি নিজে ভালোভাবে দ্বীনের যথাযথ জ্ঞান অর্জন করতে চাই এবং ইসলামের প্রতিটি শাখায় বিচরণ করতে চাই ইন শা আল্লহ।যেন নিজের সন্তানদের উত্তম তারবিয়াহ দিতে সক্ষম হই এবং নিজে যতটুক জানি তা পরিবার ও আত্মীয়দের মাঝে দাওয়াহর মাধ্যমে ছড়িতে দিতে পারি।আমার চিন্তা ভাবনা সবকিছুই আমার দ্বীনকে ঘিরে।রব্ব আমাকে এবং আমার পরিবারকে কুরআনের ধারক হওয়ার তাওফিক দিন।সবসময় চেষ্টা থাকবে আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন দ্বীন ইসলামের জন্য আমাকে এবং আমার পরিবারকে উত্তম সময়ে উত্তম হালাতে কবুল করেন। |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) |
খুব একটা অবসর সময় পাই না।পড়াশোনার পাশাপাশি সব দায়িত্ব আঞ্জাম দেওয়ার পর যদি সময় থাকে তাহলে পারিবারের সাথে দ্বীনি বিভিন্ন বিষয়ে আলাপ করা হয়।মাঝেমাঝে আম্মু(হাফি.) ছোট বেলার বিভিন্ন গল্প শুনিয়ে স্মৃতিচারণ করেন আলহামদুলিল্লাহ। |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) |
২০২২ সালে আব্বু ইন্তেকাল করার (আল্লাহ রব্বুল আল আমিন আব্বুকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন) পর থেকেই আম্মু অনেকটা অসুস্থ হয়ে পড়েন,তাই ঘরের সব কাজই আমরা তিন বোন এবং একজন খাদিমাহ আন্টি মিলে করি আলহামদুলিল্লাহ। মোটামুটি পরিবারের সব দায়িত্বই পালন করা হয়,আলহামদুলিল্লাহ। |