| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় ? |
জি الحمد الله |
| নিয়মিত নামায কত সময় যাবত পড়ছেন? (Required) |
From class 6 الحمد لله |
| মাহরাম/গাইরে-মাহরাম মেনে চলেন কি? |
الحمد لله জ্বি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? |
জ্বি الحمد لله |
| ঘরের বাহিরে সাধারণত কী ধরণের পোশাক পরেন? |
বোরকা হিজাব নিকাব পা মুজা হাত মুজা প্রয়োজনে চোখ ঢাকা হয় |
| কোনো রাজনৈতিক দর্শন থাকলে লিখুন (Required) |
খিলাফাহ |
| নাটক/সিনেমা/সিরিয়াল/গান/খেলা এসব দেখেন বা শুনেন? |
না আলহামদুলিল্লাহ ।ইসলামিক লেকচার ও রান্নার ভিডিও workout, skin care vedio , islamic podcast দেখা হয়। |
| মানসিক বা শারীরিক কোনো রোগ আছে কি? (Required) |
না আমার জানা মতে নেই।الحمد لله |
| দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? (Required) |
কয়েকজন কে আরবি শিখাই। Rabbiyu Qalbi নামক একটি দ্বীনী প্রতিষ্ঠানের অনলাইন চেনেলে speaker হিসেবে কাজ করছি الحمد لله ।এটার মেইন কাজ হলো মহিলাদের মাঝে দ্বীনী তালিম অব্যাহত রেখে আল্লাহর সাথে সম্পর্ক আরো strong করা ।এখানে বর্তমানে 4.3k female সদস্যদের মাঝে দ্বীনী ইলম বিতরন করা হচ্ছে । । যুবতি ও গ্রামের মহিলাদের নিয়ে আমলি প্রতিযোগিতার আয়োজন করি মাঝে মাঝে স্পেশালি রমজান মাসে।। এমনি কথা হলে দ্বীনী দাওয়াত দেওয়ার চেষ্টা করি। যা জানছি শিখছি সপ্তাহে 1দিন তা মহিলাদের সাথে তালিমে বসে আলোচনা করি (আমাদের বাসায় আসে তারা)।এবং মহিলাদের জন্য আয়োজিত short Fiqh course run করছি শুধু নিজ গ্রামের যুবতি ও মহিলাদের নিয়ে । Online এ মেয়েদের নিয়ে মেসেনজার গ্রুপ এ লিখিত আকারে দ্বীনী কিছু কাজ করা হয়। (بارك الله فيك)( কোন রাজনৈতিক অরাজনৈতিক দল-মত সংগঠন এর সদস্য নই আমি ।গ্রামের যে কাজ করা হয় তা একমাত্র নিজের উদ্যোগে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ জারি রাখার জন্য ,গ্রামবাসী প্রতিবেশী কে নিয়ে জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে এবং সদগায়ে জারিআর উদ্দেশ্যে করা হয়) |
| আপনি কি কোনো পীরের মুরিদ বা অনুসারী ? (Required) |
না |
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? (Required) |
অন্যান্য সাধারণ কবর এর মতই।এর কিছু দেওয়ার বা নেওয়ার ক্ষমতা নেই। মাজার এ কিছু চাওয়া শিরক। |
| আপনার পছন্দের অন্তত ৩ টি ইসলামী বই এর নাম লিখুন (Required) |
তাসাউফ( মুফতি ত্বকি ওসমানী দা বা), এখন যৌবন যার( জুলফিকার আলী নকশবন্দী র,)সময়ের মূল্য বুঝতেন যারা( আবু ফাত্তাহ আবু গুদ্দাহ র,) অনেক অনেক পছন্দের বই রয়েছে।) |
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন (Required) |
আব্দুল্লা জাহাঙ্গীর র, শায়খ আহমাদুল্লাহ ,শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ |
| বিশেষ দ্বীনি বা দুনিয়াবি যোগ্যতা (যদি থাকে) |
মুআল্লেমা ও রাক্বি। |
| নিজের সম্পর্কে কিছু লিখুন |
শখ
প্রধান শখ হল একটি জান্নাতি পরিবেশ ও সংসার গঠন করা।বীরপ্রসূ ও আদর্শ মা ও স্ত্রী হয়া। যেখানে একে অপরের প্রতি থাকবে অজস্র শ্রদ্ধা সম্মান, সহনশীলতা, ও ভালোবাসা থাকবে এমন পরিবার গঠন করা ।
ইসলামিক বই pdf পড়তে অসম্ভব ভালো লাগে ইসলামিক গভীর জ্ঞান অর্জন করতে অনেক বেশি আগ্রহী ।ভবিষ্যতে মহিলাদের মাঝে দাওয়াতি কাজ জারি রাখার খুব আগ্রহ রয়েছে
আমি নিজের সাধ্যের মধ্যে সৌখিনতা পছন্দ করি যেমন ঘর গুছিয়ে রাখা ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজিয়ে রাখা ।
সবজি চাষ এবং ফুলের বাগান করার প্রতি অনেক ঝোক এবং আগ্রহ রয়েছে। ঘুরতে ভালোলাগে।রান্না করতে ভালোলাগে।
পছন্দ-অপছন্দ
Art and Crafts করতে ভালোলাগে, Hand painting, room decore,সুতার কাজ, করতে ভালোলাগে।
আমি বড়দের সম্মান করতে সম্মান দিয়ে কথা বলতে এবং সবার সাথে মিশে চলতে পছন্দ করি। রুমে একাকী সময় কাটাতে পছন্দ করি। কাজের সময় জিকির করতে এবং রান্নার সময় ইসলামিক অডিও শুনতে পছন্দ করি। নিজের টুকটাক ইনকাম হতে পছন্দের মানুষদের হাদিয়া তফা দিতে পছন্দ করি। ইসলামিক বই কিনতে পছন্দ করি। ইসলামের ইতিহাস, রাষ্ট্র পরিচালনা ,ইসলামিক রাষ্ট্রনায়ক, ইসলামিক পরিবার, ইসলামিক পরিবেশ এসব নিয়ে ,বিস্তারিত পড়াশোনা করার ইচ্ছা আছে।
দুনিয়াবি মহিলাদের সাথে আড্ডা দিতে পছন্দ করি না কেননা না চাইলেও সেখানে গীবত হয়ে যায়। তবে সবার সাথেই কুশল বিনিময় করতে ভালো লাগে। কাউকে নিয়ে বেশি ঘাটাঘাঁটি করা পছন্দ করি না। । হৈ-হুল্লোড় করা ,ছেলেদের সাথে আড্ডাবাজি করা খুবই অপছন্দ করি। টাকা অহংকার অন্যকে ছোট মনে করা অন্যের দোষ খুঁজা অপছন্দ করি
অসহায় বয়স্কদের জন্য কিছু করার আকাঙ্ক্ষা রাখি।
আমি আমার শশুর বাড়ির মানুষকে যথাসাধ্য সম্মান করার চেষ্টা করব। ভুল হলে চুপ করে মেনে নেব কিন্তু তাদের কাছ থেকে সম্মান এবং স্নেহ আশা করি।
মেয়েরা সারাদিন বাসায় বসে থাকে কোন কাজ করে না এরকম যাদের চিন্তাভাবনা তারা তারা এই বায়োটি স্কিপ করতে পারেন ।
জীবনে স্বপ্ন দেখি একবার হলেও হজ্জ বা ওমরাহ করব ইনশাআল্লাহ ।
জীবন সাথী এমন একজন যার সাথে দুনিয়া এবং আখিরাত কাটাবো ইনশাআল্লাহ ।যে কিনা আমার এমন এক সাথী যার সাথে কোনদিন বন্ধন ছিন্ন হবে না ।তো সেই অর্ধাঙ্গ যেন আমার প্রতি যত্নবান হন এই আশাই লালন করি ।আমিও ইনশাআল্লাহ তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হব। তার মানসিক বলের যোগান দেবো ।তার বিপদে তার পাশে থাকবো একজন যত্নবান ভদ্র নম্র ও সৎ জীবন সঙ্গী প্রত্যাশা করি। মূল কথা ইসলামে স্বামী দের যেমন হতে বলেছে তেমন হতে চায় এমন একজন।
নফল ইবাদত করতে ভালো লাগে কিন্তু মাঝে মাঝে শয়তান ও নফসের তাড়নায় নফল ইবাদত ছুটে যায় নফল ইবাদতগুলোকে দৈনন্দিন আমল করতে চাই কাজে আমাকে এ বিষয়ে সাপোর্ট করবে , আমলের খোঁজখবর নিবে আমলের এমন একজন হলে অনেক ভালো হতো
সদগায়ে জারিয়া মুলক কাজ করাও একটা hobby আমার।আমি গুনাহগার নিজের আমল দ্বারা পার হওয়ার সম্ভাবনা খুজে পাইনা, তাও আমার রবের দয়ার কথা স্মরণ করে জান্নাত লাভের স্বপ্ন বুনি। আমি মারা গেলে সদগায়ে জারিয়া মুলক কাজের দ্বারা আমার আমলনামায় সওয়াব বাড়তে থাকবে এই উসিলা করে যদি আল্লাহর কাছে জান্নাত লাভের আবেদন করতে পারি আর তিনি কবুল করে নেন।এজন্য সদগায়ে জারিয়া মুলক কাজ করতে খুবই আগ্রহ হয়।
বিস্তারিত বললাম যেন অপরপক্ষ আমার সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা লাভ করে। এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই কোন মানুষ এই ১০০% ঠিক সবদিক দিয়ে হয় না।আমার মাঝে অনেক ত্রুটি থাকতে পারে সেগুলো মেনে নিয়ে আমাকে ভালোভাবে বুঝালে আমি বুঝব বলে আশা রাখি। |
| আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় এমন অপশন গুলো সিলেক্ট করুন |
প্রবাসী/ প্রবাসী বিয়ে করতে আগ্রহী |
| কোন মাজহাব অনুসরণ করেন? |
হানাফি |
| নজরের হেফাজত করেন? (Required) |
হ্যা |
| দ্বীনি ফিউচার প্ল্যন কি আপনার? |
হাফেজা , আলেমা ,মুফতি , মাওলানা হয়ে দ্বীনের কল্যাণকর জন্য কল্যাণকর কিছু করেই যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি ।জীবনের শেষ শায়ান্যতেও যেন নিজেকে ত্বলিবা ও দায়িয়া ইলাল্ল্হ হয়ে থাকতে পারি এই আশাই লালন করি। রুহ বের হওয়ার সময়ও যেন নিজেকে কুরআনের শিক্ষিকা ও কোরআনের ছাত্রী হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া ত্যাগ করতে পারি।নিজের দীনের যোগ্যতা কে যত ইম্প্রুভ করা যায় তার চেষ্টা আছে যেন মহিলাদের মাঝে যোগ্যতা পূর্ণ হয়ে দ্বীনি খেদমতে নিজের নাম রাখতে পারি। অনেক প্ল্যান আছে এখানে বলতে চাচ্ছে না আগ্রহী কে পরে জানানো হবে ইনশাআল্লাহ |
| অবসর সময় কিভাবে কাটান? (Required) |
বই পড়ে, মায়ের সাথে গল্প করে, কখনো স্কিল ডেভেলপ্ট করে ,কখনো ভিডিও দেখি কখনো নফল ইবাদাত করে,depends on my mood |
| বাড়িতে কি কি দায়িত্ব আপনি পালন করে থাকেন? (Required) |
ঘরবাড়িই পরিষ্কার রাখি গুছিয়ে রাখি মা কিছু করতে বললে করি মাঝে মাঝে রান্না করি এছাড়াও আনুষঙ্গিক কিছু কাজ করা হয়।প্রয়োজনন সব কাজ ই করা হয় । । |
| নারী-পুরুষ সমঅধীকার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? (Required) |
সম অধিকার বিলিভ করি না ন্যায্য অধিকার এ বিশ্বাসী ।মহিলাদের অধিকার আলাদা পুরুষদের অধিকার আলাদা ।আল্লাহ সুবহানাতায়ালা যেসব অধিকার বন্টন করে দিয়েছেন সেটাই সেরা ।সেরাকে টপকে উপরে ওঠার কোন সুযোগ নেই। আল্লাহর যেকোনো বিধান যে কোন অবস্থায়, যে কোন পরিস্থিতিতেই সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ ,মানবতার জন্য কল্যাণকর |